বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৫৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বড়হাতিয়া ইউনিয়নের বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।২৬ সেপ্টেম্বর দুপুরে তিনি বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণিতে স্বল্প সময়ের জন্য ক্লাস নেন। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনার খোঁজখবর নেন এবং তাদেরকে কিছু পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের জন্য ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ থেকে উপস্থিত প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় বিজয়ী দুইজন শিক্ষার্থীকে পাঁচশত টাকা করে পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- তাহসিন জান্নাত (নবম), নাসরিন সোলতানা এনি (নবম)। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আমরা অত্যন্ত আনন্দিত। স্যারের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে আমাদের অনেক উপকার হবে।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, এখন সময় পেলেই অফিসের কাজের বাইরে বিভিন্ন স্কুলে নিয়মিত বা আকস্মিক পরিদর্শন করছি। শিক্ষার্থীদেরকে কিছুটা অনুপ্রেরণা দেওয়ার জন্যই মূলত ক্লাসে একটু সময় দিচ্ছি। মতবিনিময় করছি, পরামর্শ দিচ্ছি। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছি। শিক্ষার্থীরা ভালো করলে আমি খুবই আনন্দিত হই।পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লোকমান হাকিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।