বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:০১ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চরম্বা ইউনিয়নের মাইজবিলা আলহাজ্ব অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।
১৮ সেপ্টেম্বর দুপুরে তিনি বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণিতে স্বল্প সময়ের জন্য ক্লাস নেন।
এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনার খোঁজখবর নেন এবং তাদেরকে কিছু পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনটি ক্লাসে তিনি শিক্ষার্থীদের জন্য ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ থেকে উপস্থিত প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় বিজয়ী মোট ছয়জন শিক্ষার্থীকে পাঁচশত টাকা করে পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সাদেকুর রহমান জিহাদ (দশম), মাইনুদ্দিন হাসান (দশম), আনিকা নাসরিন আরজু (নবম), মোহাম্মদ তাশিফ স্বপন (নবম), তাসলিমা জান্নাত সানিয়া (অষ্টম), রুশমী আক্তার (অষ্টম)। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, ‘আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ধারণাও করতে পারিনি- স্যার আজকে আমাদের প্রতিষ্ঠানে এসে এভাবে প্রতিযোগিতার আয়োজন করে আমাদেরকে পুরস্কার দিবেন৷ স্যারকে অশেষ ধন্যবাদ।’ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুল মান্নান জানান, আমরা সত্যিই অভিভূত। আমাদের ছাত্র-ছাত্রীরা ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ প্রতিদিন ভালো করেই পড়ছে কিন্তু আমরা বুঝতেই পারিনি ইউএনও স্যার আজকে হঠাৎ এসে এধরণের একটা প্রতিযোগিতার আয়োজন করে তাদেরকে পুরস্কার দিবেন। তিনি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে উৎসাহিত করা দরকার। স্যারের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। তিনি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়েই একাজটি করে যাচ্ছেন বলে জানা যায়। স্যারকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, আজ মূলত স্কুলটির একটি প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়েছিলাম। এসময় শিক্ষার্থীদেরকেও কিছুটা সময় দিলাম। ‘এভরিডেই ফাইভ ওয়ার্ডস’ তারা ভালোভাবে পড়ছে কি না তা যাচাই করতেই উপস্থিত প্রতিযোগিতার আয়োজন করেছি। বিজয়ী শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তবে তিনটি ক্লাসে আমি দেখেছি, তারা পাঠ্যপুস্তকের পাশাপাশি ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ নিয়ে খুবই উৎসাহী। প্রায় সব শিক্ষার্থীই এবিষয়টি খুব ইতিবাচকভাবে নিয়েছে এবং তারা এগুলো ভালোভাবে পড়ছে ও চর্চা করছে। বিষয়টি আমাকে খুবই আনন্দিত করেছে। আমি অত্যন্ত আশাবাদী। আমরা অচিরেই লোহাগাড়ার শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাবো।
পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুল মান্নান, প্রতিষ্ঠাতা সভাপতি এন এ নাজিম উদ্দিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।