বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:০৬ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
১ সেপ্টম্বর ২০২২ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মোস্তাফা বেগম গালর্স স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন শিক্ষাবিদ মোহাম্মদ হাসান।
তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর বিদ্যালয়ের শিক্ষার পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজ করতে চান।
জানা যায়, মোহাম্মদ হাসান দীর্ঘ ১৬ বছর ধরে আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পরে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে টানা ৬বছর সহকারী প্রধান শিক্ষক হিসেবে সুনাম,সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পা্লন কালে তিনি শিক্ষার মানোন্নয়ে নিজেকে নিয়োজিত রেখে কাজ করেছেন।
গত ১ সেপ্টম্বর সফলতার সাথে মোস্তফা বেগম গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ হাসান।
তিনি দায়িত্ব পালনের পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার নতুন পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোন পরীক্ষায় ভাল ফলাফল আশা করছি। এ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা খুবই পারদর্শী। আমরা চাই এ বিদ্যালয় লোহাগাড়ার একটি আলোকিত ও মডেল বিদ্যালয় হিসেবে রুপান্তিত হবে ইনশাল্লাহ।