বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:২১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
মিসেস সুরাইয়া খানম। তিনি এবারের চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে গতকাল দুপুরে জেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমাদান কালে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি শুভাকাঙক্ষীরা উপস্থিত ছিলেন।
সুরাইয়া খানম লোহাগাড়া উপজেলার দর্জি পাড়া গ্রামের ঐতিহ্যবাহী, রাজনৈতিক পরিবারের পুত্রবধু। তার শশুর মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফেরদাউছ লোহাগাড়া বটতলী স্টেশনের ঐতিহ্যবাহী হাজী বদিউর রহমান মার্কেটের স্বত্বাধিকারী।
তিনি লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ রিদওয়ানুল হক সুজনের সহধর্মীনি। তার স্বামী দীর্ঘদিন ধরে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ ও লালন করে রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা রয়েছে। স্বামী রিদওয়ানুল হক এর রাজনৈতিক কর্মকান্ড এবং মানুষের পাশে থাকার কর্মকান্ডে অনুপ্রানিত হয়ে সে রাজনীতিতে আগ্রহী হয়ে উঠে।
মিসেস সুরাইয়া খানম এবারের জেলা পরিষদ নির্বাচনে আর্তমানবতার কল্যাণে কাজ করার মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি প্রার্থী হয়েছেন। এলাকার উন্নয়নে এবং নির্যাতিত নারীদের পাশে থাকার প্রত্যয় কাজ করতে চান।
জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী মিসেস সুরাইয়া খানম জানান, সাংবাদিক ভাই, আমি সকলের দোয়া চাই, সহযোগীতা চাই। আমি আর্তমানবতার কল্যানে কাজ করতে এবারের নির্বাচনে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি।
আমার স্বামী দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছে। তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের লক্ষ্যর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের সার্বিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। নারীরা এখন পরিবার ব্যবস্থাপনা থেকে শুরু করে বড় বড় সংগঠন পরিচালনা করছেন। তারা শিক্ষায়ও অনেক এগিয়ে। তাদের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারলে দেশ আরও অনেক এগিয়ে যাবে। সুযোগ পেলে সেই কাজটিই করতে চাই। দেশে নারীর উন্নয়ন বলতে যতটুকু কাজ হয়েছে তা কেবলই শেখ হাসিনার অবদান। এ সেক্টরে এখনও প্রচুর কাজ আছে। জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের উপযোগী উন্নত নারী সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমকি রাখতে চাই’। নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষা ছাড়াও নারীরা যাতে দক্ষ হয়ে গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করে যাব। এছাড়া কর্ম ক্ষেত্রে যাতে নারীরা আরও দক্ষ হতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নারীদের জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। কম্পিউটার শিক্ষার পাশাপাশি নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হবে।
সুরাইয়া খানম সকল ভোটারদের উদ্দ্যেশে বলেন, আমি জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে পদপ্রার্থী হয়েছি। আগামী জেলা পরিষদ নির্বাচনে আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
সুরাইয়া খানম আরো জানান, সকলের ভালবাসা, সমর্থন ও দোয়া আমার সাথে রয়েছে। আমি শতভাগ আশাবাদী আমি জেরা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয়ী হবো ইনশাল্লাহ।