মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

আমি আপনাদের মেয়ের মতো, ফুটবল প্রতীকে ভোট চাইঃ মিসেস সুরাইয়া খানম

প্রকাশিত : ৩:০৪ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন-২০২২ সংরক্ষিত মহিলা আসন নং-০৫ (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী) সাধারণ সদস্য পদপ্রার্থী সুরাইয়া খানম তথা ফুটবল মার্কার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর সকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিদের সাথে ইউপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী সুরাইয়া খানম।

মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুল হক, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের বার বার নির্বাচিত সভাপতি মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা রিদুয়ানুল হক সুজন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ন কবির, আমিরাবাদ ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুুহাম্মদ আক্কাস, আওয়ামীলীগ নেতা মুুহাম্মদ আকতার উদ্দিন,মুুহাম্মদ ইকবাল, ইউপি সদস্য যথাক্রমে মুুহাম্মদ শরফু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ জিয়াউল হক, মুুহাম্মদ নেজাম উদ্দিন,মুুহাম্মদ মামুন উদ্দিন,এরশাদুজ্জামান চৌধুরী, আবু হেনা, মহিলা সদস্য শরমিন আকতার, শিবলু আকতার ও রেহেনা আকতারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

মতবিনিময় সভায় জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজনের সহধর্মীনি মিসেস সুরাইয়া খানম বলেছেন, আমি আপনাদের মেয়ের মতো। আগামী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি সকলের পছন্দের প্রতীক ফুটবল মার্কায় ভোট কামনা করছি। আমি নির্বাচিত হলে এলাকার মসজিদ, মাদ্রাসা, মাজার, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ও অসহায় দুস্থ মানুষের কল্যাণে সাধ্যমতো সহায়তার জন্য চেষ্ঠা করে যাবে। এলাকার উন্নয়নে এবং নির্যাতিত ও নিপিড়িত নারীদের পাশে থেকে কাজ করে যাবো। আমাকে আপনাদের মূল্যবান ভোটটি ফুটবল মার্কায় দিয়ে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আমাকে বিজয়ী করুন। আমি আপনাদের এলাকার একজন মেয়ে হিসেবে সকলের দোয়া, সহযোগীতা কামনা করছি।

আরো পড়ুন