বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আমিরাবাদ স্কুল রোড পরিদর্শনে এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী

প্রকাশিত : ২:১০ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জনগুরুত্বপুর্ণ সড়ন হিসেবে স্কুল রোড বেশ পরিচিত। এ সড়কের মাঝখানে দীর্ঘদিন ধরে গর্ত আকারে পরিণত হয়েছিল। স্থানীয়রা বার বার এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাকে সড়কটি সংস্কারের জন্য অবগত করে আসছিল।

২০ ফেব্রুয়ারি সকালে লোহাগাড়ায় (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের) ল্যাবরেটরি কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন চট্টগ্রাম অঞ্চলের এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ এবং এলজিইডির চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী হাসান আলী।

উক্ত অনুষ্ঠানে আমিরাবাদের কৃতি সন্তান রাজনীতিবিদ মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন সড়কটির পরিদর্শন করার জন্য।

একইদিন সন্ধ্যায় সড়কটি পরিদর্শন করতে আসেন চট্টগ্রাম অঞ্চলের এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ এবং এলজিইডির চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী হাসান আলী। তিনি সড়কটি দেখে দুঃখ প্রকাশ করেন। পরিদর্শন কালে চট্টগ্রাম অঞ্চলের এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ ঢাকায় সংশ্লিষ্ঠ অধিদপ্তরে সড়কটি বিষয়ে অবগত করেন এবং দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপ-সহকারী প্রকৌশলী মঈনুল ইসলাম, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ,আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, লোহাগাড়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহিদুল কবির সেলিম, ব্যবসায়ী ও রাজনীতিবিদ, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

আরো পড়ুন