শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

আমিরাবাদ সুফিয়া আলীয়া(ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিদায় অনুষ্ঠান, নতুন অধ্যক্ষকে বরণ

প্রকাশিত : ৮:০৯ পূর্বাহ্ন শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আমিরে শরীয়ত ও ত্বরীকত, দানবীর, যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরত শাহ সুফি সৈয়দ দায়েম উল্লাহ (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী আমিরাবাদ সুফিয়া আলিয়া(ডিগ্রী) মাদ্রাসার নতুন অধ্যক্ষ মাওলানা শাহাদত হোসাইনের যোগদানত্তোর অভিষেক এবং সাবেক অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, সাবেক উপাধ্যক্ষ মাওলানা এনামুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

২৩ অক্টোবর বিকেলে মাদ্রাসার হল রুমে এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, হযরত শাহ সুফি সৈয়দ দায়েম উল্লাহ রহঃ এর দৌহিত্র, ঢাকা আজিমপুর ছোট দায়েরা শরীফের পীর সাহেব কেবলা হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজে মোহাম্মদী আহমদ উল্লাহ(মঃজিঃআ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধুনগর ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খালেদ জামিল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আমিরাবাদ সুফিয়া দায়েমিয়া এতিমখানার সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা পিপি,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ,লোহাগাড়ার কৃতি সন্তান এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বিদায়ী অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, বর্তমান অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।

বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা এনামুল হক, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক আল আজহারী,মাদ্রাসা গভর্নিং বডির সদস্য, আমিরাবাদ ইউপির সাবেক মেম্বার মুহাম্মদ নোমান, চুনতি হাকিমিয়া কামিল(এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন,আমিরাবাদ সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজির হোসাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠান শেষে মাদ্রাসা পরিচালনা কমিটি এবং মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার বিদায়ী অধ্যক্ষ মাওলানা ফজলুল হক ও উপাধ্যক্ষ মাওলানা এনামুল হককে সম্মাননা স্বারক ক্রেস্ট,উপহার প্রদান করা হয়।

পরে এক দোয়া মাহফিলে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া মাহফিলে মোনাজাত করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, হযরত শাহ সুফি সৈয়দ দায়েম উল্লাহ রহঃ এর দৌহিত্র, ঢাকা আজিমপুর ছোট দায়েরা শরীফের পীর সাহেব কেবলা হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজে মোহাম্মদী আহমদ উল্লাহ(মঃজিঃআ)।

আরো পড়ুন