বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা রিদুওয়ানুল হক সুজন

প্রকাশিত : ৬:১৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনকল্পে ২৭ অক্টোবর বিকেলে বিদ্যালয়ের হল রুমে এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।

উক্ত কমিটিতে সবার সম্মতিক্রমে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, চট্টগ্রাম সরকারী সিটি কলেজের সাবেক মেধাবী ছাত্র রিদুওয়ানুল হক সুজন কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। বিদ্যালয়ের সহ-সভাপতি হিসেবে মিসেস লতিফা আকতারকে নির্বাচিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ শাহাব উদ্দিন, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার এটিএম আখতার কামাল চৌধুরী, ব্যবসায়ী
ফরিদ উদ্দিন, মুুহাম্মদ জামাল, লোহাগাড়া মা শিশু হাসপাতালের ডাইরেক্টর মুহাম্মদ আখতার উদ্দিন,
আমিরাবাদের ১,২,৩নং ওয়ার্ডের মহিলা সদস্য শিবলু আকতার, আধুনগর ইউপির সদস্য ওসমান গনি, ব্যবসায়ী মুহাম্মদ আজম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক। আমাকে আপনারা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করেছেন এজন্য চিরকৃতজ্ঞ। বিদ্যালয়ের সকল সদস্যরা যে ভালবাসা দেখিয়েছেন এটি আমি কখনো ভূলার নয়।জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক দায়িত্ব পেয়েছি। সার্টিফিকেট অর্জনের জন্য লেখাপড়া করছে বর্তমান সময়ের শিক্ষার্থীরা। নৈতিক অবক্ষয়ের প্রভাব দেখা যায়। তাই নতুন প্রজন্ম কে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সকলের সাথে সমন্বয় করে টিম ওয়ার্ক করে আমি কাজ করবো ইনশাল্লাহ। সাজানো বাগানকে প্রস্ফুটিত করতে আগামীতে কাজ করবো। তিনি আরও বলেন, আমি এ বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাবেক মেধাবী ছাত্রনেতা রিদুয়ানুল হক সুজন
আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, লোহাগাড়ার সুর্যসন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া দাদা এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

আরো পড়ুন