বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আমিরাবাদ টংকাবর্তী খাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ৬:২৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় বিধি বহির্ভূত ভাবে টংকাবতী খাল(টর খালের মুখ) এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় খাল থেকে মাটি কেটে অন্য জায়গায় বিক্রি করার অপরাধে মো: তারেক (২৬) কে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

১৯ জুন দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় বিধি বহির্ভূত ভাবে টংকাবতী খাল(টর খালের মুখ) এলাকা থেকে মাটি কেটে অন্য জায়গায় বিক্রি করছিল প্রভাবশালীরা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে তারেক নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন