বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৪১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় কীটনাশক পানে বনমালি দাশ (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ০৮অক্টোবর শনিবার বেলা ১২টার দিকে এই বৃদ্ধ তার নিজ বসতঘরে কীটনাশক পান করেন।সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামের মৃত বিনোদ বিহারী দাশের পুত্র।স্হানীয়রা জানান, গত কিছুদিন ধরে বাবা-ছেলের সাথে দ্বন্দ ও ঝগড়াঝাঁটি চলে আসছিল। ছেলের অপমান সইতে না পেরে তিনি কীটনাশক পান করেন।
কীটনাশক পানের পর স্বজনরা তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্খাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।চমেকে নেওয়ার পথে প্রাণ হারান তিনি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিমূল জানান, কীটনাশক পানে এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসছিল। তার অবস্থা আশাংকাজনক দেখা দিলে চমেকে প্রেরণ করি।
সংবাদ পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ও এসআই সত্যজিৎ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।