রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

আমিরাবাদে এক ব্যক্তির জায়গা জোরপুর্বক দখলের অভিযোগ

প্রকাশিত : ২:১৬ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সৈয়দ পাড়া এলাকায় এক ব্যক্তির জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মিরাজ উদ্দিনসহ তিনজন মিলে বাদী হয়ে ওই এলাকার মিজান, জানে আলম, এরশাদকে বিবাদী করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত(দক্ষিণ) একটি ফৌজধারী মিছ মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৩৬৩।

শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আদালতে দায়ের কৃত মিছ মামলাটি লোহাগাড়া থানার ওসি বরারর প্রেরণ করলে লোহাগাড়া থানার এএসআই আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করার নির্দেশনা প্রদান করেন।

অন্যদিকে, অভিযুক্ত মিজান জানান, জায়গাটি আমাদের দখলীয়। তবে আদালতে মামলা হওয়ার বিষয়ে আমি জানিনা। আমাদের জায়গায় আমরা কাজ করেছি।

আরো পড়ুন