বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আমিনুল ইসলামের ত্রাণ সামগ্রী পেল পদুয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা

প্রকাশিত : ৫:১৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বন্যায়,ক্ষতিগ্রস্ত লোহাগাড়ার বিভিন্ন অঞ্চলের মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন।

তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

১৯ আগস্ট বিকেল ৪টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিনের পক্ষ থেকে পদুয়া ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ,সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নুরুল হক কন্ট্রাক্টর,উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সহ-সভাপতি আকতার কামাল পারভেজ,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী,বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বান্দরবান গ্র্যান্ডভ্যালীর পরিচালক ওসমান গণি, আবুল কালাম ভুট্টু,পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস চৌধুরী প্রকাশ ফেরু মেম্বার, সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ।

এছাড়াও বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন