সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১১:২০ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
পদুয়া রেঞ্জের আওতাধীন সাতকানিয়ার কাঠগড় ও মাষ্টার হাট নামক এলাকায় আবারও ২টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এ সময় করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়
৩১ অক্টোবর রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের পদুয়া রেঞ্জাধীন কাঠগড় ও মাষ্টার হাট নামক এলাকায় অবৈধ করাতকলে অভিযান চালায়। এসময় করাতকলের বিভিন্ন মেশিন জব্দ করে, ধ্বংস করে দিয়ে করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং অবৈধ কাঠ জব্দ করা হয়।
এ ব্যাপারে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কিছুদিন পুর্বেও ২টি করাতকলে অভিযান চালিয়েছি।
পুণরায় আজকেও কাঠগড় ও মাষ্টার হাট
নামক এলাকায় ২টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে এবং অবৈধ কাঠ জব্দ করা হয়।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্হা নেওয়া হয়েছে এবং অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযান কালে বড়দুয়ারা বিট কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলামসহ বনবিভাগের কর্মীরা উপস্হিত ছিলেন।