রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:২৩ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
অনেকদিন পক্ষাঘাতগ্রস্ত হয়ে হুইল চেয়ারে জীবন যাপন করছে আনোয়ার হোসেন।তার বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ডলু সওদাগর এর বাড়ির পার্শ্বে। একটি হুইল চেয়ারের আশায় অনেকদিন অপেক্ষায় ছিলেন। তার অসহায়ত্বের বিষয়টি লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেলকে অবহিত করেন।
২৯ এপ্রিল বিকেলে আনোয়ারের বাড়ীতে হুইল চেয়ার নিয়ে হাজির হলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুুহাম্মদ আরমান বাবু রোমেল।
এসময় লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন সাথে ছিলেন।
সমাজকর্মী মুুহাম্মদ আরমান বাবু রোমেল জানান,আনোয়ারের একটা হুইল চেয়ার দরকার। তার অসহায়ত্বের বিষয় নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ রিদুওয়ানুল হক সুজন আমাকে জানালে আমি তার বাড়ীতে গিয়ে হুইল চেয়ার প্রদান করেছি।
হুইল চেয়ার পেয়ে আনোয়ার মহাখুশী।