বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আধুনগর শ্রী শ্রী হরি মন্দির পূজামন্ডপ পরিদর্শন করলেন স্থানীয় ইউপি সদস্য সুজন কান্তি দাশ

প্রকাশিত : ৭:০৮ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূূর্গাপুজা। শারদীয় দূূর্গাপুজার আজ নবমীর দিন।

৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ আধুনগর শ্রী শ্রী হরি মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেছেন আধুনগর ইউপির ৭নং ওয়ার্ডের সফল মেম্বার, সমাজসেবক ও দানবীর সুজন কান্তি দাশ।

এসময় পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আধুনগর ইউপির ৭নং ওয়ার্ডের সফল মেম্বার, সমাজসেবক ও দানবীর সুজন কান্তি দাশ জানান, সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূূর্গাপুজা। আজকের নবমী দিন। অষ্টমীর সন্ধি পুজো হওয়া মানেই নবমী শুরু হয়ে যাওয়া। নবরাত্রির শেষ দিনে অর্থাৎ নবম দিনে দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করা হয়। নবমীর সন্ধের আরতির পর বিষাদের সুর বাজে সর্বত্র। দেবী দুর্গা এদিন সিদ্ধিদাত্রী রূপে পদ্মফুলের উপর উপবিষ্ট হয়ে হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করেন। তিনি আরও জানান, সম্প্রীতির দেশ বাংলাদেশ। ধর্ম যার যার উৎসব সবার। আমাদের এলাকায় সকলের মধ্যে সুন্দর সম্প্রীতি রয়েছে। পূজামণ্ডপকে সুন্দর ভাবে সম্পন্ন করতে আমার ওয়ার্ডে সার্বক্ষণিক মনিটরিং এর মধ্যে রয়েছি। উপজেলা প্রশাসন,থানা পুলিশ এবং আধুনগর ইউপির চেয়ারম্যান মহোদয় আমাদের পূজামণ্ডপের জন্য সবসময় খবরা-খবর নিচ্ছেন। সার্বিকভাবে সহযোগীতা প্রদান করছেন।এছাড়াও আমার পক্ষ থেকে পূজামণ্ডপের জন্য আর্থিকভাবে সহযোগীতা প্রদান করেছি।

আরো পড়ুন