রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:২৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদক
লোহাগাড়ার গর্বিত সন্তান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, ট্রমা অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, দানশীল ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ডাঃ মাহমুদুর রহমান বলেছেন, ১৫ই আগষ্ট ছিল বাঙ্গালী জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়। পাকিস্তানি দূসরদের হাতে সেই ভয়াল রাতে বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করা হয়। জাতির পিতার স্বপ্ন ছিল একটি ক্ষুধা,দারিদ্রমুক্ত ও উন্নয়শীল দেশ হবে। কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দেননি। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি আরও বলেছেন,মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের কর্ধণার। তোমরা এ বয়সে ফেইসবুক ব্যবহার থেকে বিরত থাকবে। কোন এনড্রয়েট মোবাইল ব্যবহার করবেনা। আমার মতো একদিন তোমরা ডাক্তার হবে। তোমরা আদর্শিক নাগরিক হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারবে। বিদ্যালয়ের স্কাউটস খাতে জেলায় এবং উপজেলা সেরা পুরুষ্কার অর্জন করায় আমরা অনেক খুশী হয়েছি। এ বিদ্যালয়ের সুনাম তোমরা আগামী আরো বাড়িয়ে দিতে কাজ করবে।
১৫ আগস্ট সকালে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিন আহমদ খাঁন প্রকাশ জুনু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুদ্দীন।
সভায় ম্যানেজিং কমিটির সদস্য, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মুহাম্মদ ফরিদ আহমদ, ডাঃ জিয়াউল হক চৌধুরী,সাবেক ইউপি সদস্য ডাঃ মুহাম্মদ হায়াত খাঁনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় স্কাউটসে সেরা হওয়ায় ডাঃ মাহমুদুর রহমানের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জন্য স্পেশাল পুরুষ্কার প্রদান এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।
সভা শেষে বাক্তারা ১৫ আগষ্টে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন।