মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:১৬ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ পর্যায়ের সড়কগুলো কাজ এগিয়ে চলেছে বিভিন্ন এলাকায় এলাকায়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় লোহাগাড়া উপজেলার আধুনগরের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আধুনগর ৮নং ওয়ার্ডস্থ উত্তর হরিনা চৌধুরী পাড়া এইসবিবি সড়কের কাজের পরিদর্শন
দৈর্ঘ্য এইসবিবি সড়ক কাজ শেষ করা হয়েছে।
সাংসদ ড.নদভীর আন্তরিক প্রচেষ্ঠায় ইউনিয়ন পরিষদ তহবিল হতে এ সড়কের কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে।
১৬ জুন (বৃহস্পতিবার ) বিকেলে সদ্য সমাপ্ত উক্ত সড়কের কাজ পরিদর্শন করেছেন আধুনগর ইউপির জননন্দিত চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন।
এসময় স্থানীয় ইউপি সদস্য মুুহাম্মদ আবদুল মন্নান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
স্হানীয়রা জানান, সড়কটিতে একসময় চলাচল করা বড় দায় ছিল। বেহাল দশায় পরিণত হয়েছিল। অামরা এলাকাবাসী অতি কষ্টে এ সড়কটি দিয়ে যাতায়াত করতাম। এখন আমরা এলাকাবাসীরা অনেক খুশী।
সড়কটি দ্রুত বাস্তবায়ন করে দেওয়ায় স্থানীয় এলাকাবাসীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্হানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্সদ নেজামুদ্দিন নদভী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।