বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আধুনগর উচ্চ বিদ্যালয় ও গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন, ক্লাস নিলেন ইউএনও

প্রকাশিত : ২:৪৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

ধারাবাহিক অভিযান ও পরিদর্শনের অংশ হিসেবে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ`র শিক্ষার কার্যক্রম, ইভটিজিং প্রতিরোধে অভিযান এবং শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কার্যক্রম চলছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার লোহাগাড়ায় যোগদানের পর পরই এসব উদ্যোগ নিয়েছেন। তাতে বেশ সাড়াও পাচ্ছেন। তার এমন উদ্যোগকে বিভিন্ন মহল ধন্যবাদ জানিয়ে আসছেন।

তারই অংশ হিসেবে ২৫ আগস্ট সকালে লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয় ও আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও শরীফ উল্যাহ। পরে তিনি সেখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেন।
কয়েকটি ইংরেজি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারায় একজন ছাত্রীকে নগদ ৫০০ টাকা পুরস্কার প্রদান করেন তিনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, যে যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই। লোহাগাড়ায় শিক্ষাখাতে আমূল পরিবর্তনে আমার এ উদ্যোগ। বিভিন্ন মহলে শিক্ষার্থীদের এসব উদ্যোগের কারণে বেশ সাড়া পাচ্ছি। তোমরা আলোকিত মানুষ হও, উন্নত জীবন গড়তে হবে। তোমাদেরকে আদর্শিক নাগরিক হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে হবে।

আরো পড়ুন