বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আধুনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জয়নাল আবেদীন

প্রকাশিত : ৭:১৮ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন।

পবিত্র ওমরা পালনের জন্য ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন সৌদি আরবে গমন করায় জয়নাল আবেদীনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

২ এপ্রিল সকালে তিনি ইউপির কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জয়নাল আবেদীন দায়িত্ব নেওয়ার পর থেকে সাধারণ মানুষকে বিভিন্ন ধরণের সেবা,কার্যক্রম প্রদান করছেন।তিনি দায়িত্ব কার্যক্রম শুরু করার পর ইউপির সকল মেম্বারগণ,আধুনগর ইউনিয়ন ছাত্রলীগ, এলাকার যুবকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আধুনগর ইউপির নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, সাধারণ মানুষকে সেবা দেওয়া আমাদের দায়িত্ব। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। যতদিন দায়িত্বে থাকবো মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ।

আধুনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদিন সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।

আরো পড়ুন