বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আধুনগরে ৪সহোদরের বাড়ি পুড়ে ছাই,আনুমানিক ৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ৩:৩৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ পেঠানের পাড়ায় ৪সহোদরের একটি বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৭ মার্চ) রাত ১০টার দিকে ওই এলাকার নজুর মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হল নুরুল আলম, আবু জাফর, মোহাম্মদ হাসান এবং মোহাম্মদ মোহসেন প্রকাশ মহি উদ্দিন।

স্হানীয় সুত্রে জানা যায়, ওই বাড়িতে নজু মিয়ার চার ছেলের পৃথক বসবাস। হাসানের বাড়ির রান্নাঘরে চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় লোকজনের কয়েক ঘন্টার চেষ্টায় সাতকানিয়া ফায়ার সার্ভিসের টিম আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৮ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রবিউল বলেন, ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে,ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন।

তিনি জানান, তারা সবাই দিনমজুর। তাদের সহায় সম্বল বলতে কিছুই নেই। দিনে আনে তারা দিনে খায়। আমি ক্ষতিগ্রস্ত পরিবারকে আমার ব্যক্তিগত এবং পরিষদের পক্ষ থেকে সহায়তা করবো। অগ্নিকান্ডের বিষয়টি মাননীয় ইউএনও মহোদয়কে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন