বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আধুনগরে সড়কের উন্নয়ন কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত : ৮:০০ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজার হইতে পাল পাড়া, নুর মুহাম্মদ সিকদার পাড়া, লহিবর পাড়া, কাজির পাড়া, পেঠানের পাড়া, জান মুহাম্মদ সিকদার পাড়া হয়ে হাজি রাস্তা পর্যন্ত সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবশ করেছে এলাকাবাসীরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে আধুনগর বাজার এলাকায় এ প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার বাসিন্দা আলহাজ্ব মোঃ নুরুচ্ছাফা।

সমাবেশে আধুনগর ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন,স্থানীয় ইউপি সদস্যাবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আধুনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী পাল পাড়া সড়কের প্রশস্তকরণ ও উন্নয়নের সুবিধার্থে সড়কের সম্মুখে সরকারি খাস জায়গায় অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত শতশত স্থানীয় জনসাধারণ।

আরো পড়ুন