বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

আধুনগরে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ 

প্রকাশিত : ৬:০৮ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

 

রায়হান সিকদারঃ

দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে “সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়” এই স্লোগানে লোহাগাড়ার আধুনগরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে আধুনগর বাজার ব্যবস্থাপনা উন্নয়ন কমিটি ও ফার্ণিচার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং খাঁনহাট বাজার ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওবাইদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু মুছা খালিদ জামিল, মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের ভদন্ত জয় শ্রী ভিক্ষু,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জান মুহাম্মদ সিকদার,লোহাগাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল,

বাংলাদেশ বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কান্তি বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল আলম, পবিত্র গীতা পাঠ করেন মিতু পাল, পবিত্র ত্রিপিটক পাঠ করেন পিপলু বড়ুয়া বাবলু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদুল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র নাথ, সদস্য মাস্টার সলিল কান্তি বড়ুয়া,বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, উপজেলা যুবলীগের সদস্য মো. জয়লাল আবেদীন, আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বাজার ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিবু রঞ্জন পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হারুনর রশিদ, আধুনগর চেঁদিরপুনি নন্দন কানন বিহারের উপাধ্যক্ষ জ্যোতি বিনয় ভিক্ষু, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক, মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মন্নান, ইউপি সদস্য ওসমান গণি, ফরিদুল আলম, আবুল কালাম, জয়নুল আবেদীন জনু, মো. শাহজাহান চৌধুরী পারভেজ, আবুল হাসান সওদাগর, দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুর করিম, লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি শিপু বড়ুয়া, আধুনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক রুবেল, ফার্ণিচার ব্যবসায়ী মো. হারুণ সওদাগর, মো. সাহাব উদ্দিন, আবছার উদ্দিন কপিল, আনোয়ার হোসেন বাবুল, নাছির উদ্দিন সওদাগর, মোরশেদ আলম, সাইফুল ইসলাম, আহমদ ছফা, মো. বেলাল উদ্দিন সওদাগর, আবুল বশর সওদাগরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, কোন ধর্মই সহিংসতা সমর্থন করেনা। ধর্ম শান্তির প্রতীক। ধর্মের নামে যে বা যারা সহিংসতা ছাড়ানোর পায়তারা করছে তাদের রুখতে প্রয়োজন একাত্ততাবোধ।সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে যারা বাংলাদেশ চায়নি তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে। বক্তারা আরো বলেন, আজকে যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাস্ট্র বানাতে চায় তারাই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশের অভিবাবক হিসেবে থাকবেন ততদিন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত হানতে পারবে না।

আরো পড়ুন