রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:০২ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী পাড়া, উত্তর হরিণা এলাকায় সরকারি গোপাটের জায়গায় পানি চলাচলের পথ বন্ধ করে দোকান নির্মাণ করায় ও ভরাট করায় দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান,স্থাপনাসহ প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়।
৭ জুলাই দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, আধুনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জিব চৌধুরী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ হাসানসহ পুলিশ বাহিনীর সদস্য ও ভূমি অফিসার কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,
উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী পাড়া, উত্তর হরিণা এলাকায় মৃত ধানু মিয়ার পুত্র সাহেব মিয়া, নুরুল আলমের স্ত্রী নুরুন্নাহার এবং মৃত ফজল করিমের পুত্র মাওলানা জহির উদ্দিন প্রভাব কাটিয়ে সরকারি গোপাটের জায়গায় পানি চলাচলের পথ বন্ধ করে দোকান নির্মাণ করায় ও ভরাট করে দখল করেছিল। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উক্ত সরকারী জায়গায় দখল কৃত স্থাপনা, দোকানে অভিযান চালিয়ে দখলমুক্ত করে দেওয়া হয়। দ্রুততম সময়ে(১৫ দিনের মধ্যে) দোকান,স্থাপনা সহ প্রতিবন্ধক সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না ফেলে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।