বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:৫৯ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন নির্মানাধীন রেললাইনের ব্রিজের আধুনগর-বড়হাতিয়া সংযোগ সড়ক। গেল কিছুদিন ধরে ভারী বর্ষণে রেললাইন সংলগ্ন এ সড়কের কাঁদায় পরিণত হয়েছে। যার ফলে সাধারণ মানুষ, যান চলাচলে ভোগান্তির শেষ নেই। সড়ক দিয়ে চলাচলের সময় স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা অতি কষ্ঠ যাতায়াত করে থাকে।
জনগণের এমন দুর্ভোগের খবর শুনে ৩০ মে দুপুরে সড়কটি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
সাথে অাধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,রেললাইনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল জামানসহ এলাকাবাসীরা উপস্হিত ছিলেন।
পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, রেললাইন সংলগ্ন আধুনগর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম দিকে আধুনগর-বড়হাতিয়া সড়কটি গেল কয়েকদিনের ভারী বর্ষণে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। জনগণের চলাচলের সুবিধার্থে সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে নির্দেশনা প্রদান করেছি এবং সড়কটি দ্রুত সংস্কারের জন্য সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।