বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:২৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে ফুলকলির শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১১ মার্চ শুক্রবার সকালে এ শো-রুমের প্রধান অতিথি হিসেবে উপস্হুিত থেকে ফুলকলি শোরুমের উদ্বোধন করেন ফুলকলির এমডি হাজি মুুহাম্মদ শাহ আলম।
এসময় আধুনগর ফুলকলি শোরুমের পরিচালক মুুহাম্মদ আব্বাস উদ্দিনসহ অনেকেই উপস্হিত ছিলেন।
আধুনগর ফুলকলি শোরুমের পরিচালক মুুহাম্মদ আব্বাস উদ্দিন জানান,গতকাল শুক্রবার ফুলকলি শোরুমের উদ্বোধন করেন মাননীয় এমডি হাজি শাহ আলম। মানসম্মত ও রুচি সম্মত পরিবেশের বিশ্বস্হ প্রতিষ্ঠান ফলকলি। আমরা লোহাগাড়ায় আধুনগরে মানসম্মত খাবার,মিস্টিসহ বিভিন্ন ধরণের আইটেম পাওয়া যাবে। তাই সুস্বাধু খাবার ক্রয় করতে চলে আসুন আধুনগর ফুলকলি শোরুমে।