রবিবার, ১০ নভেম্বর ২০২৪
প্রকাশিত : ৩:৩৪ অপরাহ্ন রবিবার, ১০ নভেম্বর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের আদালতে ডিক্রি দেওয়া টাকা পরিশোধ না করায় লোহাগাড়ায় এক যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ শিহাব উদ্দিনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গতকাল রাতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এএসআই মশিউর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে উপজেলার চরম্বা আতিয়ার পাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটক শিহাব ওই এলাকার আবদুল আলমের পুত্র।
লোহাগাড়া থানার এএসআই মশিউর রহমান সাংবাদিককে জানান, শিহাব মহামান্য আদালতে ডিক্রী দেওয়া টাকা পরিশোধ না করায় তার পারিঃ জারি(সিআর মামলা নং ২১/২৩) মুলে গ্রেফতারি পরোয়ানা আসামী। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ায় মঙ্গলবার রাতে তাকে আটক করতে সক্ষম হয়েছি। আজ সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।