বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আদালতের আদেশ অমান্য করে লোহাগাড়ায় এক পরিবারের জায়গা দখলের অভিযোগ

প্রকাশিত : ৮:৩৭ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক পরিবারের জায়গা জোরপুর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উপজেলার পুটিবিলা হাফেজ পাড়ার মৃত জান আলীর পুত্র ফৌজুল কবির বাদী হয়ে মনির আহমদ(৫৮)সহ কয়েকজনকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উল্লেখিত বাদী বিবাদীর পৈত্তিক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে উক্ত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত জায়গা সংক্রান্তে মুুহাম্মদ ফৌজুল কবির বাদী হয়ে লোহাগাড়া সহকারী জজ আদালত সাতকানিয়ায় চৌকিতে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৪/২২।

মামলাটি স্থিতিবস্হায় থাকার জন্য,নির্দেশনা প্রদান করেন মাননীয় আদালত।

২ জুলাই সকালে জোরপুর্বক বিবাদীরা উক্ত জায়গায় টিনের বাড়ী নির্মাণ করার পায়তারা চালাচ্ছিল। এতে বাদী বাধা প্রদান করলে ফৌজুল কবির ও তার স্ত্রী সন্তানদের কে মারধরের হুমকি প্রদান করেন।

এ ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মামোনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান,এ ঘটনায় ফৌজুল কবির একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফৌজুল কবির জানান,আমি এবং মনির আহমদ আপন ভাই। আমাদের জায়গাটা নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলে আসছিল। এটা আমাদের পৈত্তিক সম্পত্তি। কিন্তু বিবাদীরা প্রভাব কাটিয়ে আমার জায়গায় আদালতে মামলা থাকার পরও সে কাজ করছিল।

অন্যদিকে বিবাদী মনির আহমদ জানান,আমি আইন কে শ্রদ্ধা করি, আমি আমার জায়গা করছি।এটা আমি দখলে আছি। বিবাদীরা আমাকেও মারধরের হুমকি দিচ্ছেন। তাদের অভিযোগ টি ভিত্তিহীন বলেও তিনি দাবী করেন।

 

আরো পড়ুন