বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:১৩ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার,দেশবাংলাঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী,টানা ৬ বারের এমপি, বান্দরবানের বীর বাহাদুর উসৈসিং এর সমর্থনে ৩১ ডিসেম্বর বিকেলে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে গণসংযোগ,প্রচার-প্রচারণা শেষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং।সভায় বিশেষ অতিথি ছিলেন এদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান রয়েল টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব আবুল কাসেম চৌধুরী, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।সভায় লামা উপজেলা আওয়ামী লীগ এবং আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় আগামী ৭জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে পুণরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান বীর বাহাদুর।