রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

আগামী ১৭ই মার্চ থেকে বুস্টার ডোজ দেওয়া হবেঃ উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ

প্রকাশিত : ২:১৯ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

করোনা ভাইরাসে কাপছিল দেশ। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে করোনা ভাইরাস এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়ায়ও করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য বিভাগ। ইতিমধ্যে বৃদ্ধ,যুবক মহিলা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে ভ্যাকসিন টিকা প্রদান করা হয়েছে। অনেকাংশ মানুষ টিকার আওতায় এসেছে। করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পন্ন করা হয়েছে। দ্বিতীয় ডোজ প্রদানে ৪মাস পুর্ণ সকল ব্যক্তিদেরকে আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে লোহাগাড়ার সকল মানুষকে লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টার, স্বাস্ব্য কমপ্লেক্সে এবং আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সকলকে বুস্টার ডোজ প্রদান করা হবে বলে লোহাগাড়া উপজেলা স্বাস্ব্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ সাংবাদিককে জানিয়েছেন।

তিনি আরও জানান,যারা ২য় ডোজ নেওয়ার পর ৪মাস পুর্ণ হয়েছে তারাই বুস্টার ডোজ দিতে পারবেন। বুস্টার ডোজ দেওয়ার সময় এনআইডি কার্ড কিংবা, এসএমএস লাগবেনা। লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টার, স্বাস্ব্য কমপ্লেক্সে এবং আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সকলকে বুস্টার ডোজ প্রদান করা হবে।

আরো পড়ুন