শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:২৭ পূর্বাহ্ন শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
রায়হান সিকদার, দেশবাংলাঃ
দিন যতই ঘনিয়ে যাচ্ছে লোহাগাড়ার বিভিন্ন এলাকার চায়ের দোকান,হোটেল ও কুলিং কর্ণারে সম্ভাব্য,উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের ব্যাপক আলোচনা চলছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের মাঝে চলছে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা।যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটারেরা। আগামী লোহাগাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী। তিনি এলাকার বেশ জনপ্রিয়। ইতিমধ্যে লোহাগাড়ার বিভিন্ন এলাকায় মানুষের সাথে কথা বলছেন,বেশ সাড়াও পাচ্ছেন।উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমডি জুনাইদ চৌধুরীর সাথে আলাপকালে তিনি জানান, সাংবাদিক ভাই, ছোট্টকাল থেকে আবার বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, যেন মানুষের প্রকৃত সেবক হয়ে তাদের পাশে থেকে কাজ করার জন্য। আমার বাবা বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান ছিলেন,মানুষের সেবক হয়ে কাজ করে গেছেন। আমিও বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান ছিলাম। মানুষের পাশে থেকেছি, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি।কোন দিন কাউকে কোন ভাবেই জুলুম অন্যায় কাজ করিনি। সাধারণ মানুষ আমাকে অনেকেই বলছে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য। সাধারণ মানুষের আকাঙ্খা পূরণে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবো ইনশাল্লাহ। সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাকে লোহাগাড়াবাসী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমডি জুনাইদ চৌধুরী লোহাগাড়াবাসীর কাছে দোআ,সহযোগীতা, সমর্থন কামনা করেছেন।