বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

আখেরি মোনাজাতে লাখো কন্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত বড়হাতিয়ার বায়তুশ শরফ ময়দান

প্রকাশিত : ৩:৫০ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা আখতরাবাদ এলাকায় এই মাহফিল সম্পন্ন হয়। এতে জেলা-উপজেলার লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।এদিন আসরের নামাজের পূর্বে দীর্ঘ ৪০ মিনিটের মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।এসময় বায়তুশ শরফ ময়দান থেকে ভেসে আসতে থাকে আমিন আমিন ধ্বনি। বায়তুশ শরফ ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকাও আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিলো।

আরো পড়ুন