বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লোহাগাড়ায় কেক কাটা ও আলোচনা সভা

প্রকাশিত : ৮:০৫ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান এবং বিকাল ৫টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রীনিবাস দাশ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মো : মিয়া ফারুক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ- দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য ও পদুয়ার সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, সলিল কান্তি বড়ুয়া, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, পুটিবিলা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক মিয়া, আধুনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আহমদ, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবছার আহমদ, বড়হাতিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কপিল উদ্দিন প্রমুখ।

সভায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ বেঙ্গল, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ চন্দ্র নাথ, সাবেক তুখোড় ছাত্র নেতা শহিদুল কবির সেলিম, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, হারুনর রশিদ রাসু, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, লোহাগাড়া সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ সিকদার, কলাউজান ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দক্ষিণ জেলা তাঁতীলীগ নেতা আলিম উদ্দিন সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন