সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

আইনগত জটিলতা কাটিয়ে বীরের বেশে ফিরে এলেন পদুয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহির উদ্দিন

প্রকাশিত : ১১:৪৭ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

আগামী ২৬ ডিসেম্বর পদুয়াসহ লোহাগাড়ার ৬ইউপি চেয়ারম্যান অনুষ্ঠিত হবে।

তারই ধারাবাহিকতায় আসন্ন পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন পদুয়ার বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিন।

গত কয়েকদিন পুর্বে চেয়ারম্যান পদে তার প্রার্থীতা বাতিল করেছিল। পরবর্তীতে চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন মহামান্য হাইকোট।

 

আইনগত জটিলতা কাটিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পাওয়ার পর আজ ৯ ডিসেম্বর সকালে পদুয়ায় বীরের বেশে আগমন করলে তাকে পদুয়ার সর্বস্তরের জনগণ বরণ করে নেন।

পদুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশে বক্তব্যে রাখেন পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন।

তিনি বক্তব্যে বলেছেন,আমি পদুয়ার মানুষের সেবক হয়ে বিগত ৫টি বছর খেদমত করেছি। কোনদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি। পদুয়ার মানুষ আমার প্রান। আমি পদুয়াবাসীকে নিয়ে সবসময় স্বপ্ন দেখি।একটি মহল গভীর ষড়ষন্ত্র করে আমার প্রার্থীতা বাতিল করতে উঠে পড়ে লেখেছিল। মহান আল্লাহর অশেষ রহমতে পদুয়াবাসীর দোয়ায় আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। মহামান্য হাইকোর্ট আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন। আপনার দোয়া, ভালবাসা নিয়ে এই পদুয়ার মানুষের সেবক হতে আমার পাশে থেকে সহযোগীতা কামনা করছি। আপনারা যেভাবে আমাকে ভালবাসা দেখিয়েছেন,পদুয়াবাসীর কাছে চিরঋণী ও কৃতজ্ঞ।

এসময় পদুয়ায় সাধারণ মানুষের ঢল নেমে এসেছে।

এসময় পদুয়ার মুরুব্বী,যুবকসহ জহির উদ্দিনের সকল সমর্থক ও পদুয়ার সর্বস্তরের জনসাধারণ উপস্হিত ছিলেন।

আরো পড়ুন