শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আইআইইউসি’র ৫ম সমাবর্তনে নিমন্ত্রণের জন্য মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত

প্রকাশিত : ৯:৪৮ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

দেশবাংলা ডেস্কঃ

আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে আইআইইউসি’র চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৮ নভেম্বর রাত নয়টায় বঙ্গভবনে সাক্ষাতকালে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এই সময়ে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি এবং আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাকারের সময় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্নক্ষেত্রে আইআইইউসি’র অগ্রগতি, পরিবর্তন ও ভবিষ্যত পরিকল্পনা সমূহ রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন।

আরো পড়ুন