বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

অবৈধ বালু উত্তোলনে ইউএনও, এসিল্যান্ডের অভিযানে ২ লাখ ৬৫ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ

প্রকাশিত : ৩:০২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ২ লাখ ৬৫ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ করে এবং বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করে দেয়া হয়।২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।অভিযানকালে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি তেজেন্দ্র বাবুসহ, থানা পুলিশের সদস্য, আনসার বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের স্টার্ফগণ উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার পদুয়া,চুনতি, পুটিবিলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা।বুধবার দিনব্যাপী পদুয়ার ৯নং ওয়ার্ডের সেনার চর নামক স্থান হতে অবৈধভাবে উত্তোলিত ১০হাজার ৮০০ ঘনফুট বালু,পুটিবিলা গৌড়স্থান হাসিনা ভিটা এলাকা থেকে ৩৮হাজার ঘনফুট,চুনতি পানত্রিশা এলাকা থেকে ৭হাজার ঘনফুট, নলুয়ারবিল সড়াইয়া এলাকা থেকে ২লাখ ১০হাজার ঘনফুট সহ মোট ২ লাখ ৬৫ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ করা হয়।বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করে দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন