বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

অবৈধ বল্লীসহ জীপ গাড়ি আটক করলো পদুয়া বনবিভাগ

প্রকাশিত : ৮:৩৯ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বল্লীসহ জিপ গাড়ি জব্দ করেছে বনবিভাগ।

৫ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুর মোরশেদের নেতৃত্বে বনবিভাগের একটি টিম
বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন হারিচ্ছাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযনকালে বিট অফিসার,বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তাসহ বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুর মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের হারিচ্ছাঘোনা এলাকা থেকে অবৈধ বল্লীসহ একটি জীপ গাড়ি আটক করা হয়। এ ব্যাপারে
বন আইনে মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত কাঠ ও জিপ গাড়িটি বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।

সংবাদ প্রেরকঃ রায়হান সিকদার,লোহাগাড়া, চট্টগ্রাম, তারিখঃ ০৫/০২/২০২৩ইং, মোবাইল নং ০১৮১৭২৬৮৪৭০।

আরো পড়ুন