বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

অবৈধ করাতকলে পদুয়া রেঞ্জ কর্মকর্তার এ্যাকশন, কাঠ,সরঞ্জামাদি জব্দ

প্রকাশিত : ২:২৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পাটিয়াল পাড়া এলাকায় ১টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এ সময় জালানি কাঠ জব্দ ও করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়

৫ জুন বিকেলে এ অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের ন‌ির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চুনতি পাটিয়াল পাড়া নামক স্হানে টি অবৈধ করাতকলে অভিযান চালায়। এসময় করাতকলের মেশিন জব্দ করে, ধ্বংস করে দিয়ে করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং অবৈধ কাঠ জব্দ করা হয়।

এ ব্যাপারে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চুনতিতে ১টি অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় করাতকলের সরঞ্জামাদি ধ্বংস এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযান কালে বনবিভাগের কর্মীরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন