রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

অবৈধভাবে বালু উত্তোলনে লোহাগাড়ার এসিল্যান্ডের অভিযান,মেশিন, পাইপ ধ্বংস

প্রকাশিত : ১২:৩৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ১নং ওয়ার্ডের সুফিনগর রাতারছড়া খাল এবং বড়হাতিয়া মনুফকির হাটের পশ্চিম পাশের থমথমিয়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

ওই সময় অবৈধভাবে উত্তোলিত ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং ২টি বালু উত্তোলনের মেশিন ও পাইপ নষ্ট করে দেয়া হয়।

সোমবার (২০ জুন) দুপুর থেকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান।

তিনি জানান, উপজেলার চুনতি রাতারছড়া খাল এবং বড়হাতিয়া থমথমিয়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলনের দায়ে ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং ২টি বালু উত্তোলনের মেশিন ও পাইপ নষ্ট করে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুন