বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৪:৫৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব পহর চান্দা আশ্রয়ণ প্রকল্পের পাশে ধুইল্যা খাল হতে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
২০ এপ্রিল রাত আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অভিযানকালে পুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, লোহাগাড়া থানার এএসআই শ্যামল সুত্রধরসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব পহর চান্দা আশ্রয়ণ প্রকল্পের পাশে ধুইল্যা খাল হতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল বালু খেকোরা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেরে পুর্ব পহরচাঁন্দা এলাকার আবু শ্যামার পুত্র নজির আহমেদ (৫৫) কে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।