রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:২৫ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জনপ্রতিনিধিরা আরও গুরুত্ব দিয়ে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। অবৈধভাবে কোন ধরণের বালু উত্তোলন করা যাবেনা। জনপ্রতিনিধিরা এখন সচেতন, সজাগ, শিক্ষিত। এখন নির্বাচনের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে,এ বিষয়ে জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তবে আপনাদের আরও বেশী সচেতন হতে হবে। লোহাগাড়ার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নমুলক কর্মকান্ডে সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি আরও বলেন, ইভটিজিং,মাদক, নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নজর দিতে হবে। এসব প্রতিরোধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক সেবী ও মাদক বিক্রেতার বিরুদ্ধে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগীতা করতে হবে।লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে টহল জোরদার বাড়াতে হবে।গরু চোরদের কে চিহ্নিত করে থানা প্রশাসনকে অবহিত করুন। প্রয়োজনে গরু চোর ধরতে প্রত্যেক পাড়ায় পাড়ায় পাহাদার দিয়ে সজাগ রাখতে হবে। কোন ধরণের ইজারাবিহীন কোন পশুর হাট বসানো যাবেনা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কোন পশুর হাট বসানো যাবেনা। অপরাধমুলক কর্মকান্ড, অসামাজিক কার্যকলাপে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। আমি চাই এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন।
৩০ মে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ,সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
বক্তব্যে রা্খেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার , লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার ,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাক, উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কর্মকর্তা মুুহাম্মদ আতিকুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(এও) মুহাম্মদ মোসলেহ উদ্দিন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন,আধুনগর ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া উপজেলা শাখার ডিজিএম মুহাম্মদ শাহজাহান,উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের কামরুল হুদা, উপজেলা তথ্য আপা সুমাইয়া আকতার মুক্তা, ডলুবিট কর্মকর্তা মুহাম্মদ রাহুল মুনতাসির।
এছাড়াও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন।