বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রকাশিত : ৪:৪৮ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
রায়হান সিকদারঃ
অবশেষে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের আদর্শ পাড়ায় সরকারি খাস জায়গায় নির্মানাধীন সেই পাকা ঘরের কাজ বন্ধ করে দিয়েছে এসিল্যান্ড।
২৫ অক্টোবর (বুধবার) বেলা ১২টার দিকে লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলের নির্দেশে উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রশিদ এবং চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিসকে ঘটনাস্থলে পাঠিয়ে পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, উপজেলার পুটিবিলা আদর্শ পাড়ায় আবদুস সালাম প্রকাশ আবদু সরকারি খাস জায়গায় পাকা ঘর নির্মাণের বিষয়টি অবগত হই। পাহাড় কাটা সম্পুর্ণ অন্যায়। সরকারি জায়গায় বাড়ি নির্মাণের কাজ বন্ধ করার জন্য কানুনগো এবং চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। লাল পতাকা টাঙিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়।পরবর্তীতে নির্মানাধীন পাকা ঘরটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।