বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

অনুমোদনবিহীন নিমপাতা কয়েল বিক্রির দায়ে শের আলী স্টোরকে ২৫হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ৮:৪৬ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের কাজীর পুকুর পাড় ফোরকান টাওয়ারের সামনে দরবেশ হাট সড়কে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন নিমপাতা ব্রান্ডের কয়েল বিক্রয় ও বাজারজাত করায় দায়ে অভিযান চালিয়েছ ভ্রাম্যমাণ আদালত। এসময় শের আলী স্টোরকে ২৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে বিএসটিআই এর ফিল্ড অফিসার মাহফুজুর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,
উপজেলার সদর ইউনিয়নের কাজীর পুকুর পাড় ফোরকান টাওয়ারের সামনে দরবেশ হাট সড়কে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন নিমপাতা ব্রান্ডের কয়েল বিক্রয় ও বাজারজাত করায় দায়ে অভিযান পরিচালিত করে বিএসটিআই আইন,২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় প্রসিকিউশন আমলে নিয়ে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন নিমপাতা ব্রান্ডের কয়েল বিক্রয় ও বাজারজাত করায় শের আলী স্টোর এর স্বত্তাধিকারী মোঃ তাজুল ইসলাম (৫০) কে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন