বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৪৭ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সোয়া জান পাড়ায় ক্ষতিগ্রস্ত নৈশপ্রহরী মুহাম্মদ আবুল কাসেমের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।
১৫ মে সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।এসময় ক্ষতিগ্রস্ত নৈশপ্রহরী আবুল কাসেমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে শুকনো খাবার প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ মে রাত পৌনে ১২টার দিতে চুলা থেকে আগুন লেগে অসহায় নৈশপ্রহরী আবুল কাসেমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।এরপর থেকে তিনি খোলা আকাশের নিচে বসবাস করছে।